ঢাকা মেডিক্যালের ডাক্তারদের রিপোর্টে মৃত শিশু হলো জীবিত।

আবু ইউসুফ বিশেষ প্রতিনিধি ঢাকা।

ঢাকা মেডিক্যালের ডাক্তারদের রিপোর্টে মৃত শিশু হলো জীবিত ঘটনা: সকাল ৫ টার দিকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে এক কন্যা সন্তান জন্ম দেয় এক মা। জন্মের পরও শিশুটি কোন প্রকার নড়াচড়ার বা শব্দ করে না। ফলে শিশুটিকে মৃত ঘোষণা করে দায়িত্বপ্রাপ্ত ডাক্তার, এবং সেই অনুযায়ী ডেড সার্টিফিকেট ও দেয়। এবং একটি প্যাকেটে মুড়িয়ে শিশুর লাশটি তার বাবার কাছে দিয়ে দেয়। বাবা লাশ নিয়ে কবর স্থানে কবর দিতে যায়। কবর স্থানের পাওনা শোধ করে লোক দিয়ে কবর খুড়তে থাকে।

এমন সময় লাশের প্যাকেট নড়ে উঠে এবং শিশুটি কান্না শুরু করে। বাবা প্রথমে ভয় পেয়ে যায়, কিন্তু প্যাকেট খুলে দেখে ফুটফুটে শিশুটি সুস্থ আছে।

বাবা তখন কি করবে?
দৌড়ে আবার সেই হাসপাতালেই নিয়ে যায় যেই হাসপাতাল তার সন্তানকে মৃত ঘোষণা করেছিলো।

মজার বিষয় হল: ডাক্তারদের আগের গল্প বলার সাথে সাথে তারা বাবার কাছ থেকে ডেড সার্টিফিকেট দেখতে চেয়ে সেটি নিয়ে যায়, আর ফেরত দেয় নি
জীবন্ত কবর দেওয়া হতে রক্ষা পেল নবজাতক এই শিশুটি আল্লাহু আকবর মহান আল্লাহপাক এই শিশুটির নেক হায়াত দান করুক আমিন।

সূত্রঃ দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ।

সংবাদটি শেয়ার করুন

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *