
মনিরুজ্জামান মনির ধুনট ( বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট উপজেলার ২নং কালেরপাড়া ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হলেন বাংলাদেশ অাওয়ামীলীগ মনোনিত প্রার্থী নৌকা প্রতীকে হারেজ উদ্দীন অাকন্দ ৬০৫০ ভোটপেয়ে বে- সরকারীভাবে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রার্থী সাজ্জাদ হোসেন শিপন মোটরসাইল প্রতীকে ৪৩২০ভোটপেয়ে দ্বিতীয় হয়েছেন, তারিকুল ইসলাম ঘোড়া প্রতীকে ৩৪০৯ ভোটপেয়ে তৃতীয় হয়েছেন, লিটন অাহমেদ অানারস প্রতীকে ২১৪ ভোটপেয়েছেন। উপজেলা নির্বাচন অফিসার মোকাদ্দেছ অালী বে- সরকারী ভাবে বাংলাদেশ অাওয়ামীগ মনোনিত নৌকার প্রার্থী হারেজ উদ্দীন অাকন্দকে বিজয়ী প্রার্থী হিসাবে ঘোষনা করেন। উপ- নির্বাচনে অাইন শৃঙ্খলা বাহির নজরদারি জোড়দার থাকায়, শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
ছবি ও নিউজ সাংবাদিক মনিরুজ্জামান মনির,
তারিখ,২০-১০-২০২০ ইং,