রাজশাহীতে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রাজশাহী প্রতিনিধি

রাজশাহীতে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার বিকেলে রাজশাহী মহানগর ও জেলা যুবলীগ পৃথক পৃথকভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে। দুটি আয়োজনেই প্রধান অতিথি ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

বুধবার বিকেলে রাজশাহী মহানগর যুবলীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। নগরীর কুমারপাড়ায় মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের বেলুন উড়িয়ে প্রতিষ্ঠবার্ষিকীর অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এরপর সেখান থেকে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টসহ বিভিন্ন এলাকায় প্রদক্ষিণ করে।

প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী। মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। অনুষ্ঠানে মহানগর আওয়ামী লীগের সাবেক উপ-প্রচার সম্পাদক মীর ইশতিয়াক আহমেদ লিমনসহ যুবলীগের সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নেন।

এর আগে সকালে সকালে সূর্যোদয়ের সাথে সাথে রাজশাহী মহানগর যুবলীগের উদ্যোগে কুমারপাড়া দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে কুমারপাড়ায় থাকা স্বাধীনতা চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধুসহ শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এছাড়া যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে ফুলের মালা প্রদান করা হয়।

এদিকে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিকেলে নগরীর লক্ষ্মীপুর মোড়ে বিভিন্ন কর্মসূচির আয়োজন করে রাজশাহী জেলা যুবলীগ। লক্ষ্মীপুর বঙ্গবন্ধুর ম্যূরালের সামনে বেলুন উড়িয়ে জেলা যুবলীগ আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি এএইচএম খায়রুজ্জামান লিটন। এরপর সেখান থেকে বের করা বর্ণাঢ্য র‌্যালি বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।

কর্মসূচির সভাপতিত্ব করেন জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ। অনুষ্ঠানে কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য আখতার জাহান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, জেলা আওয়ামী লীগের সভাপতি মেরাজ উদ্দিন মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, মহানগর আওয়ামী লীগের সাবেক উপ-প্রচার সম্পাদক মীর ইশতিয়াক আহমেদ লিমন, পবা উপজেলা যুবলীগ সভাপতি ও জেলা পরিষদ সদস্য এমদাদুল হক, পবা উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম, নওহাটা পৌর যুবলীগ সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আজিজুল হক, সাংগঠনিক সম্পাদক ইকবাল অহমেদ, জেলা ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান হাবিবসহ যুবলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *