খুলনা জেলায ইউনিয়ন ডিজিটাল সেন্টারের ১০ বছর পূতি উদযাপন।

এইচ এম সাগর (হিরামন) খুলনা ->>

’বাড়ছে সেবার বহর গ্রাম হবে শহর’ স্লোগানকে সামনে রেখে খুলনা জেলা প্রশাসন উদযাপন করেছে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের ১০ বছর তথা জনগণের দোরগোড়ায় সেবার দশ বছর পূর্তি। এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্লেলন কক্ষে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যেক্তা, সরকারি কর্মকর্তাসহ ভাচুর্য়াল আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে খুলনা বিভাগের মান্যবর বিভাগীয় কমিশনার ড. মু: আনোয়ার হোসেন হা্ওলাদার বলেন-ডিজিটাল বাংলাদেশ আজ সপ্ন নয়, এক বাস্তবতা। তিনি বলেন ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমে তৃণমূলে জনগণ আজ সরাসরি উপকার পাচ্ছেন। সভায় খুলনা জেলা প্রশাসক জনাব মোহাম্মদ হেলাল হোসেন বলেন ইউনিয়ন ডিজিটাল সেন্টার স্থাপন জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর এক দুরদুর্শী ও যুগান্তকারী পদক্ষেপ। সভায় বক্তাগণ বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর দৃঢ় নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের মাধমে ২০৪১ এ বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধশালী দেশ। যা ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজন্ম লালিত সপ্ন। উল্লেখ্য যে, অনুষ্ঠানে সকলকে নিযে দশ পুর্তিতে জেলা প্রশাসনের সম্লেলন কক্ষে কেক কাটা হয়

সংবাদটি শেয়ার করুন

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *