বরিশাল কেন্দ্রীয় কারাগরে এক কয়েদির মৃত্যু।

মোঃ সিরাজুল হক রাজু স্টাফ রিপোর্টার।

বরিশাল কেন্দ্রীয় কারাগারের শৌচাগারে হাজতি হানিফ খলিফার(৪০)আত্মহত্যার ঘটনায় কর্তব্য অবহেলার অভিযোগে দুই কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করেছে কারা কর্তৃপক্ষ। তারা হলেন- কারারক্ষী আনসার মণ্ডল ও মো. কাওছার। বরিশাল কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মো. ইব্রাহীম এ তথ্য নিশ্চিত করেছেন।

এরআগে ১৪ নভেম্বর  শনিবার ভোররাতে বাক প্রতিবন্ধী কন্যাকে ধর্ষণ মামলায় হাজতি হানিফ খলিফা (৪০) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। নিজ বাক প্রতিবন্ধী কন্যাকে ধর্ষণের অভিযোগে গত ৩০ সেপ্টেম্বর বরিশাল বিমানবন্দর থানায় আত্মহত্যাকারী হানিফ খলিফার বিরুদ্ধে তার স্ত্রী নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় গত ১ অক্টোর থেকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে হাজতি হিসেবে ছিলেন হানিফ হাওলাদার(৪০)। জেলখানার হাসপাতালে কোয়ারেন্টাইনে ছিলেন হানিফ খলিফা। হাসপাতালের মশারী কেটে তা দিয়ে রশির মত বানিয়ে বাথরুমের পানির পাইপের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। মৃত হানিফ খলিফা বরিশালের বাকেরগঞ্জ উপজেলার মধুখালী এলাকার আলী মোহাম্মদ খলিফার ছেলে।

ডেপুটি জেলার মো. ইব্রাহীম জানান, দীর্ঘ সময় পরও বাথরুম থেকে বের না হওয়ায় কারারক্ষীরা তাকে খুঁজতে গিয়ে বাথরুমের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর তাকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে সেখানে তার লাশের ময়না তদন্ত সম্পন্ন করা হয়

সংবাদটি শেয়ার করুন

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *