
মোঃ সিরাজুল হক রাজু স্টাফ রিপোর্টার।
বরিশালের বানারীপাড়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বিআরডিবি’র সাবেক হ্যাটট্রিক চেয়ারম্যান অ্যাডভোকেট হাবিবুর রহমান হাওলাদার (৭০) বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ১৪ নভেম্বর শনিবার বিকাল ৪টায় ইন্তেকাল করেন (ইন্না…রাজিউন)।
তিনি দীর্ঘদিন ধরে পক্ষাঘাতগ্রস্থ ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুম মো.হাবিবুর রহমান হাওলাদার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত আ.জলিল হাওলাদারের মেজ ভাই।
রবিবার সকাল ১০টায় উপজেলার নরোত্তমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তার মৃত্যুতে বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলম,সাবেক সংসদ সদস্য মো. মনিরুল ইসলাম মনি, বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক, পৌরসভার মেয়র এডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা, সাংবাদিক ও কলামিস্ট সোহেল সানি, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা,
পৌর আওয়ামী লীগ ও বন্দর বাজার পরিচালনা কমিটির সভাপতি সুব্রত লাল কুন্ডু, বানারীপাড়া প্রেসক্লাবের সভাপতি রাহাদ সুমন, সাধারণ সম্পাদক সুজন মোল্লা, যুগ্ম-সম্পাদক মোঘল সুমন শাফকাত, ফয়েজ আহম্মেদ শাওন, সাংগঠনিক সম্পাদক শফিক শাহিনসহ বানারীপাড়ার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন