প্রতিবাদে মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালিত ঝিনাইদহে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলায় ফুঁসে উঠেছেন সংবাদকর্মীরা

মোঃ আনোয়ার হোসেন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি ঃ

দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানীমুলক মামলা করায় ক্ষোভে ফুঁসে উঠেছেন ঝিনাইদহের সংবাদকর্মীরা। জেলা উপজেলায় এ নিয়ে সমাবেশ, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসুচি পালন করা হচ্ছে। ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরব নেটিজেনরা। তারা হয়রানীমুলক এই মামলা প্রত্যাহারের জন্য আল্টিমেটামও দিয়েছেন। গত সোমবার দৈনিক নবচিত্রের বার্তা প্রধান আসিফ ইকবাল কাজল ও দৈনিক যুগান্তরের কালীগঞ্জ প্রতিনিধি শাহরিয়ার আলম সোহাগের বিরুদ্ধে পৃথক দুটি মিথ্যা মামলা দায়ের করেন অগ্রনী ব্যাংকের দুই কর্মচারী সালাম ও আজির উদ্দীন। মামলার প্রতিবাদে মঙ্গলবার সকাল ১১ টায় কালীগঞ্জ উপজেলা শহরের মেইন বাসস্ট্যান্ডে এক ঘন্টা ব্যাপী মানববন্ধন ও সড়কে অবস্থান কর্মসূচী পালিত হয়েছে হয়। এ সময় রাজপথে ক্যামেরা রেখে অবস্থান কর্মসূচী পালন করেন সাংবাদিকরা। কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা প্রেসক্লাবের সভাপতি মিজানূর রহমান, কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, দৈনিক নবচিত্র পত্রিকার সম্পাদক আলাউদ্দিন আজাদ, জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি রফিকুল ইসলাম মন্টু, কোষাধ্যক্ষ ওলিয়ার রহমানসহ অনেকে। অবিলম্বে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যহারের দাবি জানান তারা। অন্যথায় বৃহত্তর আন্দোলন কর্মসূচী ঘোষনা করা হবে বলে হুসিয়ারি দেন নেতৃবৃন্দ। উল্লেখ্য, দৈনিক যুগান্তর ও স্থানীয় দৈনিক নবচিত্র পত্রিকায় অগ্রণী ব্যাংক কালীগঞ্জ শাখার আব্দুস সালাম ও আজির উদ্দীন নামের দুই কর্মকর্তা কৃষকদের নামে ভুয়া ঋন তুলে প্রায় দুই কোটি আত্মসাৎ করেন। এ সংক্রান্ত তথ্যভিত্তক খবর বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়। সরকারী টাকা লুটের ঘটনা ধামাচাপা দিতে ওই দুই কর্মকর্তা আদালতে পৃথক দুইটি মামহানীর অভিযোগ দায়ের করেন। বিজ্ঞ আদালত অভিযোগটি তদন্ত করে আগামী বছরের ২১ জানুয়ারী প্রতিবেদন দিতে কালীগঞ্জ থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *