কালীগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ- ২০২০’ পালিত।

মোঃ আনোয়ার হোসেন , ঝিনাইদহ জেলা প্রতিনিধি ঃ

ঝিনাইদহের কালীগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ- ২০২০’ পালন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০ টার স্বাস্থ্য বিধি মেনে কালীগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশন কার্ষালয়ে এক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সূবর্না রানী সাহা। অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি কর্তৃক জাতীয় পতাকা ও প্রতিষ্ঠান প্রধান পতাকা উত্তোলনের পর ষ্টেশন টিমের সদস্যগন অতিথিকে ছালাম জানান।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার শেখ মামুনুর রশীদের সভাপতিত্বে আলোচনা সভাতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সমকাল প্রতিনিধি জামির হোসেন ও ষ্টেশনের লিডার রবিউল ইসলাম।
ফায়ার ষ্টেশন অফিসের সদস্য মুকুল হোসেনের সঞ্চালনায় সভাতে আরো উপস্থিত ছিলেন কালীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি জয়যাত্রা টেলিভিশনের হাবিব ওসমান, বিজয় টিভির আহসান কবির ও আমাদের নতুন সময় পত্রিকার ফিরোজ আহমেদ প্রমূখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি সূবর্না রানী সাহা বলেন, কালীগঞ্জে বিভিন্ন সময়ে দূর্ঘটনা, দূর্যোগ মোকাবেলায় ফায়ার সার্ভিস বেশ সুনামের সাথে দ্বায়িত্ব পালন করছে। তারা প্রতিনিয়ত বিপদগ্রস্থ মানুষের জান মালের নিরাপত্তায় অগ্রনী ভ’মিকা রাখছেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *