মধুখালী পৌর নির্বাচন উপলক্ষ্য সর্বদলীয় মতবিনিময় সভা

সুজল খাঁন, মধুখালীঃ

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর)সকাল ১০:৩০ মিনিটে ফরিদপুরর মধুখালী পৌরসভার নির্বাচন উপলক্ষ্যে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে মির্জা মাজাফোর মার্কেটের দ্বিতীয় তলায় সর্বদলীয় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) রতন কুমার বিশ্বাসের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল হক বকু, পৌর নির্বাচন আওয়ামীলীগের মনোনিত প্রার্থী খন্দকার মোরশেদ রহমান লিমন, ওয়ার্কার্স পার্টির কেদ্রীয় নেতা মনোজ সাহা, উপজেলা সিপিবির সাবেক সভাপতি হাজি আব্দুল মালেক সিকদার, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মির্জা আলী আহমেদ, উপজেলা সিপিবির সাধারণ সম্পাদক শাহ্ কুতুবুজ্জামান, উপজলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মুরাদুজ্জামান মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা আক্তার মিনা, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান মোল্যা, ফরিদপুর চিনিকল শ্রমজীবি ইউনিয়নের সভাপতি শাহ্ মোঃ হারুন আর রশীদ, সাধারণ সম্পাদক কাজল বসু, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি নাজির আহম্মাদ মৃধা,ন প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ নাজমুল হোসেন, উপজেলা ঔ ইমাম সমিতির সভাপতি মাওলানা মাহবুবুর রহমান, উপজলা ওলামালীগর সভাপতি মাওলানা কাজি রফিকুল ইসলাম, পূজা উদযাপন পরিষদর সভাপতি সুভাষ রায়, উপজলা মহিলা আওয়ামীলীগর সভাপতি সুরাইয়া সালাম, পর মুক্তিযাদ্ধা কমিটির পক্ষ বীর মুক্তিযাদ্ধা আলি হোসেন,

সম্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষে শিক্ষক দীপংকর পাল, জাকের পার্টির উপজেলা সম্পাদক মোঃ ওলিয়ার রহমান ওলি, ওয়ার্কার্স পার্টির মোঃ নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুস সালাম মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস মিয়া, অ্যাডভোকেট আলিউজ্জামান খোকন, মোঃ শহিদুল ইসলাম, শ্রম সম্পাদক মোঃ নজরুল ইসলাম , পৌর আওয়ামীলীগের সভাপতি হাজি মোহাম্মদ আলী মিয়া, সাধারণ সম্পাদক মির্জা আক্তারুজ্জামান খোকন, উপজেলা আওয়ামী লীগের সদস্য গোলাম রব প্রমুখ।

মত বিনিময়ে সভায় প্রায় সকল দলের প্রতিনিধি মধুখালী পৌর নির্বাচন বাংলাদশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী খন্দকার মোরশেদ রহমান লিমনকে বিজয়ী করার জন্য একমত পোষন করে কাজ করবেন মর্ম প্রতিশ্রুতি দেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *