
ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম। দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ।
তার আগে হোঁচট খেয়ে মন্ত্রী সভা থেকে পদত্যাগ করেছেন বিহার এর শিক্ষামন্ত্রী শ্রী মেওয়ালাল চৌধুরী। তিনি আসন্ন বিহার নির্বাচন এ জেডিইউ প্রথী ছিলেন। এবং নির্বাচন জিতে বিহার এর মুখ্যমন্ত্রী নিতিশ কুমার এর শিক্ষামন্ত্রী হিসেবে কাজ করার সুযোগ পান। কিন্তু তার আগেই মেওয়ালাল নামে একটি ধর্ষন কেস থাকার কারণে দোষী সাব্যস্ত করা হয়েছে।যার ফলে অস্ততিতে পড়ে তিনি প্রথম বৈঠক এর আগে পদত্যাগ করেছেন। কারণ বিরোধী দলের তোপের মুখে পড়ার আগে পদত্যাগ করেছেন।। ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম। সূত্রঃ দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ।