পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায় বসত ঘর থেকে গলা কাটা লাশ উদ্বার।

মোঃ সিরাজুল হক রাজু স্টাফ রিপোর্টার।

পটুয়াখালীর দশমিনা উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডে বসত ঘর থেকে মোঃ নজরুল ইসলাম নাসরুল আলমের(৪৫) গলাকাটা বিভৎস্য মর দেহ উদ্ধার করেছে পুলিশ।

ভিক্টিমের ভাবী জানান গতকাল রাতে তার স্ত্রী এবং তার বড় ছেলে ইমরানের সাথে ঘরে রাতের খাওয়া শেষে ঘুমাতে যান নাসরুল ।পরে খুব ভোরে তার স্ত্রী রানী বেগম ডাক চিৎকার দিলে ঘরে গিয়ে দেখতে পাই বস্তাবন্ধী গলাকাটা লাশ এবং রক্তসহ খুনের বিভিন্ন আলামত।

এদিকে ঘটনার পর থেকেই তার বখাটে ছেলে ইমরান নিখোজ রয়েছে। এতে সন্দেহ হয় এই জঘন্ন কাজটি ইমরান ও তার মা করতে পারে বলে জানান তার ভাবি। তিনি আরও জানান দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে বাপ ও ছেলের মধ্যে কথা কাটাকাটি হতো এবং বহুদিন ধরে ইমরান তার বাবাকে মেরে ফেলার হুমকি দিয়ে আসছিলো।

 

এ ব্যপারে পটুয়াখালী জেলা এডিশনাল এসপি মোঃ বেল্লাল হোসেন বলেন, আজ সকালে মোবাইলের মাধ্যমে খবর পেয়ে ঘটনা স্থলে এসে খুনের বিভিন্ন আলামত সংগ্রহ করি ও নিহত নাসরুলের স্ত্রী রানী বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাচ্ছি এবং এ হত্যাকান্ডের আসল রহস্য উৎঘাটন করা হবে

সংবাদটি শেয়ার করুন

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *