নোয়াখালী জেলায় নতুন করে করোনায় অাক্রান্ত ১১জন চোখ রাখুন দৈনিক বাংলাদেশ একাত্তর সংবাদে।

___________________________
মাঈনউদ্দীন মিন্টু নোয়াখালী জেলা প্রতিনিধিঃ-

২৩/১১/২০২০খ্রি.
আজ নোয়াখালী জেলায় নতুন করে ১১জন করোনা রোগী সনাক্ত। (আজকের আক্রান্তের হার ৭.৯৭%)
(নোয়াখালী সদর-০৬জন, সূবর্ণচর-০০জন, হাতিয়া-০০জন, বেগমগঞ্জ-০১জন, সোনাইমুড়ি-০০জন, চাটখিল-০১জন, সেনবাগ-০১জন, কোম্পানীগঞ্জ-০০জন, কবিরহাট-০২জন)

জেলায় মোট আক্রান্ত- ৫২৫৪জন।
(আক্রান্তের হার ১৬.৯৩%)

২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ০০জন
মোট সুস্থ রোগীর সংখ্যা- ৪৮৪৯জন
(সনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২.২৯%)
(নোয়াখালী সদর-১৫২৯, সূবর্ণচর-২৯৩, হাতিয়া-১২২, বেগমগঞ্জ-৯৪১, সোনাইমুড়ি-২৫৫, চাটখিল-২১৬, সেনবাগ-২৯০, কোম্পানীগঞ্জ-৫৮৫, কবিরহাট-৬১৬)

২৪ ঘন্টায় করোনায় কোন মৃত্যু হয়নি।
এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু ৮৮জন।
(মৃত্যুর হার ১.৬৭%)
(বেগমগঞ্জ-২৭জন, সোনাইমুড়ি-০৬জন, সেনবাগ-১৪জন, সূবর্ণচর-০২জন, নোয়াখালী সদর- ১৩জন, চাটখিল-০৯জন, কবিরহাট-১৪জন, কোম্পানীগঞ্জ-০৩জন)

২৪ ঘন্টায় স্যাম্পল প্রেরণ-১৩১জন।
আজকের প্রাপ্ত ফলাফল -১৩৮জন।
পজিটিভ -১১জন।
নেগেটিভ -১২৭জন।
এযাবৎ মোট স্যাম্পল প্রেরণ- ৩১১৯৩জন।
প্রাপ্ত ফলাফল – ৩১০৩৮জন।
পজিটিভ- ৫২৫৪জন, নেগেটিভ -২৫৭৮৪জন।
আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা : ৩১৭জন।
কোভিড হাসপাতালে (শহীদ ভুলু ষ্টেডিয়াম) ভর্তি রোগীর সংখ্যা : ০২জন।

করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা :
(উপজেলা ভিত্তিক তথ্য) :
নোয়াখালী সদর-১৬৭৯জন।
সুবর্ণচর ৩৩০জন।
হাতিয়া-১২৩জন।
বেগমগঞ্জ-১০৩৩জন।
সোনাইমুড়ী-২৭০জন।
চাটখিল-২২৪জন।
সেনবাগ-৩৩০জন।
কোম্পানীগঞ্জ -৬১২জন।
কবিরহাট ৬৫৩জন।

বর্তমানে আক্রান্ত রোগীর সংখ্যা (৫২৫৪-৪৯৩৭) =৩১৭জন।

সিভিল সার্জন, নোয়াখালী।

সংবাদটি শেয়ার করুন

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *