
পাটির অর্থাৎ মুসলিম ইত্তেহাদুল মুসলেমিন দলের নেতা ও সংসদ আখতারুল ইসলাম সাহেব। তিনি বিহার এর বিধান সভা র অধ্যাপক কে বলেন যেখানেই হিন্দুস্তান নাম লেখা আছে সেখানে বরং ভারত নাম দিয়ে তবেই শপথ নেবেন।যা নিয়ে রিতিমত হইচই ফেলে দেয় বিধান সভা ভবন এ ছুটে আসেন সাবেক অধ্যক্ষ ও সাবেক মুখ্যমন্ত্রী জিতেন মাঝি।পরে তিনি উর্দু ভাষায় শপথ নিলেন। এবার বিহার বিধান সভা নির্বাচন বিহার থেকে মোট পাঁচটি সিট জিতে এসেছেন ওয়াইদ্দুল মুসলেমিন র দলের সদস্যরা।যা সারা ভারতের বিভিন্ন যায়গায় গুঞ্জন শুরু হয়েছে। এরপর পশ্চিম বাংলা ও অসম সহ বিভিন্ন যায়গায় ভোট এ ইত্তেহাদুল মুসলেমিন দলের প্রভাব পড়বে এটা বলার অপেক্ষা রাখে না।। ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।