
ঝালকাঠি সদর উপজেলা প্রতিনিধি।
দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ।
হত্যা নাকি আত্মহত্যা, খতিয়ে দেখার জন্য সবাইর প্রতি আহবান। ঝালকাঠি সদর পুলিশ ফাঁড়ির সামনের ভবনের ছাদ থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ। আজকে বুধবার (২৫ নভেম্বর২০২০) দুপুর ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়। লাশটি ঝালকাঠি সদর উপজেলালা দক্ষিণ পিপলিতা গ্রামের মোঃ জালাল আহম্মেদের মেয়ে এবং নেছারাবাদ মসজিদের মুয়াজ্জিন মাওঃ মোঃ আঃ আহাদ তালুকদারের স্ত্রী শাহানাজ বেগমের। স্থানীয় ব্যবসায়ী নুর হোসেন জানান, বেলা সাড়ে ১১টার দিকে ছাদে তাল পড়ার মতো শব্দ আসে। ওই ভবনের নিচে কর্মরত শ্রমিকরাও শব্দটি শুনতে পান। পরে ছাদে গিয়ে মধ্যবয়সী এক নারীর লাশ দেখতে পান তারা। লাশটি উপুড় হয়ে পড়ে ছিল। বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। স্থানীয়রা জানান, চট্টগ্রামে কাস্টমসে কর্মরত আব্দুল জলিল তালুকদারের ভবনের ছাদে কিছু পড়ার শব্দ শোনা যায়। পরে ভবনের নিচে কর্মরত শ্রমিকরা ওপরে গিয়ে দেখেন, এক নারীর লাশ পড়ে আছে।
ধারণা করা হচ্ছে, ওই নারীকে হত্যা করে পশ্চিম পাশের ভবনের ছাদ থেকে আব্দুল জলিল তালুকদারের ভবনের ছাদে ফেলে দেয়া হয়েছে। পরে মৃতদেহ টেনে ছাদের মধ্যবর্তী স্থানে সরিয়ে রাখা হয়েছে। লাশের উভয় পায়ের গোড়ালি ফাটা এবং তা থেকে রক্তপাত হয়নি।
পশ্চিম পাশের ভবনের ছাদ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বোরকা এবং একটি পার্স ব্যাগ উদ্ধার করা হয়েছে।