বাংলাদেশের মানুষ রুপি কিছু জানোয়ারের কাজ কবরস্থানে বসে মহিলা পুরুষ এদের কি করা উচিত।

আবু ইউসুফ বিশেষ প্রতিনিধি দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ।আমরা মানুষযে ক্রমাগত অমানুষ হয়ে যাচ্ছি তার বড় উদাহরণ এটা। আজ আমরা মূর্তি বানিয়ে দাড় করিয়ে রাখি অথচ কিছু আলেমও এতে সমর্থন দেয়। মানুষ মারা যায় ছবি তুলতে বেস্ত অথচ হাসপাতালে নেই না। ধর্ষণের ভিডিও মজা করে দেখি অথচ প্রতিবাদ করি না।
যদি সাংবাদিকরা তুলে ধরে তবে বিশ্ব জানে নয়তো জানে না।
কিভাবে কবরস্থানে এমন ডেটিং এর ব্যাবস্হা হলো?? তা আমার মাথায় আসে না। এটা কি প্রশাসনের দূর্বলতা নয়। এলাকার মেম্বার কাউন্সিলের দূর্বলতা নয়। এমন তো হঠাৎ হয় নি। আস্তে আস্তে হয়েছে। বাংলাদেশ আসলে মুসলমানের দেশ বৈকি কিন্তু নাস্তিকতা এবং অমানুষ ইদানীং বেশি বেরে যাচ্ছে। যেটা মুসলিম জাতির জন্য লজ্জাজনক।
আমরা সবাই পাপি, পাপির বাটখারায়। আজ যারা এই কবরে শুয়ে আছে এরাও মন্ত্রী এমপি বা সাধারণ মানুষও আছে। এদের দাম্ভিকতা আর ক্ষমতাও কম ছিলো না। আজ তারা কবরে ” ইয়া নাফসি ইয়া নাফসি” করতাছে। আগামীকাল হয়তো আমিও এখানে চলে যেতে পারি। তাই সব কিছুই হিসাব করে চলে উচিত। সূত্রঃ দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ।

সংবাদটি শেয়ার করুন

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *