
…… মোঃ মহিম “উদ্দিন -বিশেষ -প্রতিনিধি- সিলেট। যখন পরিবার আলো করে আসছিল একটা শিশু তখনই কান্নার ঝড়. ঠিক এমন ঘটনা ঘটেছে. ছাতকে আবুল কালামের পরিবারের স্ত্রী ও তার কন্যা সন্তান নবজাতকে নিয়ে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলে.সিলেট বলাউড়া একটি যাত্রীবাহী বাস সিএনজি কে পিছন থেকে ধাক্কা দিলে আবুল কালাম মারা যান এবং তার মেয়েকে স্থানীয় লোকজনরা তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ নিয়ে গেলে ডাক্তার মেয়েটাকে মৃত ঘোষণা করেন। জাতীয় নিরাপদ সড়ক আইন. বাস্তবায়ন হলে- মানতেছে না কেউ যাত্রী ও ড্রাইভার. এখন তার পরিবারের কান্নার ঝড়