
মোঃ দাউদ জোয়াদ্দার ক্রাইম রিপোর্টার
অদ্য ২৬/১১/২০২০ তারিখে মাগুরা জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব নাজনীন আখতার এর নেতৃত্তে,ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক এবং মাগুরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ডি এন সি এর সহকারী পরিচালক এবং ওসি আব্দুর রহিম বিজয় এর এর এক দল চৌকস টিমের অভিনব কৌশলে মাগুরা শহরের নিজনান্দুয়ালী আশা ফার্মেসী তে এক টাস্কফোর্স অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য টাপেন্টাডল বিক্রি করার অপরাধে ফার্মেসির মালিক সুজয় কুমার বিশ্বাস(৩০) কে ২০০০০/- (বিশ হাজার) টাকা জরিমান ও সাত দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।