নীলফামারী জেলার ডোমারে গলায় দড়ি দিয়ে মহিলার আত্মহত্যা

মোঃ সুমন ইসলাম ডোমার নীলফামারী প্রতিনিধি।

ডোমারে গলায় দড়ি দিয়ে নিলুফা বেগম (৩৫) নামে এক মহিলা আত্মহত্যা করেছে। ডোমার উপজেলার কেতকীবাড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বোদাপাড়া গ্রামের তৈয়বুর ইসলামের (৪৫) স্ত্রী ও তিন সন্তানের জননী নিলুফা বেগম গতকাল রাতে আনুমানিক ৩ টার দিকে নিজ ঘরে পাশের রুমে গলায় ফাঁস লেগে আত্মহত্যা করে। আত্মহত্যার কারণ হিসেবে স্বামী স্ত্রী মধ্যে দীর্ঘ দিন ধরে বিবাদ চলচ্ছিল ওবনিবনা হচ্ছিল না নিলুফা স্বামী ৬ মাস আগে স্ত্রী অনুমতি না নিয়ে ২য় বিয়ে করে। তখন থেকে দুজনের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই ছিল। স্হানীয় সৃত্রে ও নিলুফার ভাই রহমান, বুলু, জিয়া,ও বোনেরা বলছে যে নিলুফাকে তৈয়বুর মেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার নাটক সাজিয়েছে। নিলুফার স্বামীকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। এব্যাপারে এখন পযন্ত থানায় কোন মামলা হয়নি। ২নং কেতকীবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান জহুরুল হক( দিপু) নিলুফার মৃত্যু নিশ্চিত করেছেন।

মোঃ সুমন ইসলাম ডোমার নীলফামারী প্রতিনিধি।। ///২৮/১১/২০২০////০১৭৮০৫৫১৬১৭///

সংবাদটি শেয়ার করুন

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *