
জামাল পুর জেলা স্টাফ রিপোর্টার। মোঃ শাহিন রহমান।দীর্ঘ ৯ বছর পর জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নতুন টুপকারচর গ্রামের পাঁচ মাস বয়সী শিশু আশিক হত্যার বিচারের রায় দিয়েছে জামালপুরের জেলা ও দায়রা জজ আদালত।
রবিবার (২৯ নভেম্বর) রায় প্রদান করেন জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ জজ মো: জুলফিকার আলী খান। রায়ে বিজ্ঞ জজ জুলফিকার আলী খান পুত্র আশিক হত্যার অভিযোগে পিতা মোস্তফার মৃত্যুদণ্ডাদেশ ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডাদেশ দেন।
জানা যায়, ২০১১ সালের ২০ মে জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার নতুন টুপকারচর গ্রামে একটি মোবাইল কেনার ঘটনাকে কেন্দ্র করে স্বামী মোস্তফা ও স্ত্রী রোজিনার মধ্যে ঝগড়া বাধে। এই ঘটনাকে কেন্দ্র করে রোজিনার স্বামী মোস্তফা তার পাঁচ মাস বয়সী শিশুপুত্র আশিককে দুই পা ধরে আছড়িয়ে হত্যা করে।
এ বিষয়ে ঘাতক মোস্তফার স্ত্রী রোজিনা বাদী হয়ে বকশীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। ৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে দীর্ঘ ৯ বছর পর ২৯ নভেম্বর রবিবার ৩০২ ধারা মোতাবেক মামলার রায় ঘোষণা করা হয়েছে।
জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের পিপি এডভোকেট নির্মল কান্তি ভদ্র বিষয়টি নিশ্চিত করে। দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ কে জানিয়েছেন মামলার একমাত্র আসামী ঘাতক মোস্তফা জামিন নিয়ে পলাতক রয়েছে।