ঢাকা(৭) আসনের এমপি হাজী সেলিমের স্ত্রী ইন্তেকাল করিয়াছেন। দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ।

আবু ইউসুফ বিশেষ প্রতিনিধি।ঢাকা-৭ আসনের সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা হাজী মো. সেলিমের স্ত্রী ও মদিনা গ্রুপের চেয়ারম্যান গুলশান আরা বেগম মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। হাজী সেলিমের ব্যক্তিগত সচিব মহিউদ্দিন বিল্লাল বিষয়টি নিশ্চিত করেছেন ৷

রোববার রাত ১১টা ৪৫ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপতালে তার মৃত্যু হয়। মৃত্যুকালে গুলশান আরার বয়স হয়েছিল ৫০ বছর।

২০১৬ সাল থেকে কিডনি ও ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন গুলশান আরা বেগম। তিনি ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা নিয়েছেন।

গত আগস্ট থেকে ল্যাবএইডে চিকিৎসাধীন ছিলেন গুলশান আরা। সোমবার (৩০ নভেম্বর) বাদ আসর চকবাজার জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে

সংবাদটি শেয়ার করুন

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *