ঝিনাইদহ সদর উপজেলায় সাগান্না ইউনিয়নে পুকুর খনন মাটি বিক্রি চলছে অবাধে।

ঝিনাইদহ জেলা স্টাফ রিপোর্টার। পাকা রাস্তায় মাটির প্রলেপ পড়ে রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে দেখার কেউ নেই ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাদপুকুরিয়া গ্রামে অবাধে চলছে পুকুর খনন। মাটি বিক্রি করছে পার্শ্ববতী ইট ভাটাসহ অন্যন্য জায়গায়। এতে করে পাকা রাস্তা গুলো মাটির প্রলেপ পড়ে ঢেকে যাওয়ার পথে। এদিকে বাদপুকুরিয়া কটার মোড় থেকে যাদুবপুর যাওয়ার কাঁচা রাস্তা কেটে পুকুর করাসহ ট্রাক্টর দিয়ে মাটি বোঝায় করে রাস্তায় ওঠার জন্য কাঁচা রাস্তা কেটে সাবাড় করেছে। আবার অদক্ষ ট্রাক্টর ড্রাইভার দাপিয়ে বেড়াচ্ছেন সড়ক বা মহাসড়কে। খোঁজ নিয়ে জানা গেছে এই কাজগুলো করছেন ২ নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থীও আওয়ামী লীগ নেতা আকবর আলী, একই এলাকার নজরুল শাকিল, আলামিন ও নাথকুন্ডু গ্রামের শাহিন,আর পুকুর খনন করছেন সাগান্না ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হোসেনের ছেলে সাইফুল ইসলাম অন্যদিকে ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক আমির হোসেন। এলাকাবাসী ও পথচারীসহ সুশীল সমাজ বলছেন তারা শুধু বোবা কান্নার মতো বুক ফুব্রে কান্না ছাড়া কিছুই করতে পাচ্ছেন না। তাই ঝিনাইদহ সদর উপজেলার সু-যোগ্য সৎ নিষ্ঠাবান উপজেলা প্রশাসন মহাদয়গনকে নেক দৃষ্টির মাধ্যমে খুব দ্রুত সরাসরি সরজমিনে এসে সঠিক তদন্ত সাপেক্ষে তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করছেন সবাই। এদিকে ডাকবাংলা ত্রিমহনী থেকে বাজার গোপালপুর সড়কের ইনসাফ মোড়,শান্তির মোড়,কাড়ীর মোড় বেহাল দশায় পরিনিত হয়েছে। অন্যদিকে কটার মোড় থেকে যাদুবপুর যাওয়ার কাঁচা রাস্তাটি কেটে ট্রাক্টর যাওয়ার পথ তৈরি করেছে। যখন রাস্তা দিয়ে ট্রাক্টর চলাচল করে তখন মনে হয় বৃষ্টির মতো ধুলো উড়ছে। তাই ঝিনাইদহ জেলা প্রশাসক ও নির্বাহী অফিসারের কাছ থেকে একটু দয়া চেয়েছেন এলাকার সুশীল সমাজও ভুক্তভোগী পথচারীগন।

সংবাদটি শেয়ার করুন

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *