টাকা দিয়ে যুবলীগ কমিটিতে ঠাই হবে না এমপি নিক্সন চৌধুরী।

বিশেষ প্রতিনিধি ফরিদপুর জেলা।
এমপি মন্ত্রীর সুপারিশ ও টাকা দিয়ে যুবলীগ কমিটিতে অসৎ লোকের ঠাই হবে না
কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নিক্সন চৌধুরী এমপি জামায়াত বিএনপির কোন নেতা যুবলীগে ঠাঁই পাবে না কোন এমপি মন্ত্রীর সুপারিশে বা কোন টাকার বিনিময়ে যুবলীগের
কমিটিতে কেউ আসতে পারবে না আমরা জেলা উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ডে এসে
যুবলীগের কমিটি করবো।

যারা বিগত দিনে টাকা দিয়ে যুবলীগ কমিটিতে এসেছেন তারা সে দিন ভুলে যান যুবলীগের পদ পাবে ত্যাগী ভদ্র মাদক বিরোধী শিতি
যুবকরা বঙ্গবন্ধুর সোনার বাংলাকে আফগানিস্তান পাকিস্তান হতে দেওয়া যাবে
না কোনো জঙ্গিবাদি কার্যক্রম এদেশে চলবে না বঙ্গবন্ধু একটি স্বাধীন
বাংলাদেশের স্বপ্ন দেখেছিল বলেই আমরা আজ এমপি আপনি বড়ো অফিসার।

গত রবিবার বিকেলে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের কালিনগর
ময়রার মাঠে সন্ত্রাস জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী সমাবেশ গণ
জামায়েত ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন
কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর ৪ আসনের এমপি নিক্সন
চৌধুরী।

হেফাজতে ইসলামের নেতা মামুনুল হকের উদ্দেশ্যে বলেন আপনি আন্দোলন করেন
রাজনীতি করেন কাদের নিয়ে। আমাদের এতিম বাচ্চাদের নিয়ে। আমরা আমাদের
বাচ্চাদের মাদ্রাসায় পাঠাই কোরআন শিা নিতে আর আপনি তাদের নিয়ে রাজনীতি
করেন।

রুপাপাত বামনচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক ও বোয়ালমাী উপজেলা
বঙ্গবন্ধু পরিষদের সদস্য শাহাজাহান শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান
বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীীয় যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক
বিপ্লব মোস্তাফিজ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের
সাংগঠনিক সম্পাদক কাজী মোঃ মাজাহারুল ইসলাম অর্থ সম্পাদক শাহাদত হোসেন
বাংলাদেশ আইন সমিতির সভাপতি ব্যারিস্টার সাজ্জাদ হোসেন কেন্দ্রীয়
স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম আজিম উত্তর মহানগর
আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মিজানুল ইসলাম মিজু, কেন্দ্রীয়।

যুবলীগের সদস্য চৈতি বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন বোয়ালমারী
উপজেলা যুবলীগ নেতা ও চতুল ইউপি চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান লিটু।

সংবাদটি শেয়ার করুন

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *