শহিদ জিয়ার অার্দশের সৈনিক কাউন্সিলর প্রার্থী ছালেহ উদ্দিন সুমন সকলের নিকট দোয়া চেয়েছেন।।

——————————————–
মাঈনউদ্দীন মিন্টু দৈনিক বাংলাদেশ একাত্তর সংবাদ নোয়াখালী জেলা প্রতিনিধিঃ-

নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার অাসন্ন নির্বাচনে তরুন উদ্বীয়মান
সমাজ বান্ধব অসহায়দের অভিবাবক কারা নির্যাতিত ২৪ টি মামলায় যেই, লোকটি এখনো জনগণের পাশে অাছেন।
ছালেহ উদ্দিন সুমন ৯নংওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হয়েছেন পান্জাবী মার্কা নিয়ে।
৩৬বছর বয়সি সুমন বিগত নির্বাচনে অএ ওয়ার্ডে একবার অংশ গ্রহন করে বিজয় হয়ে ও ঘোষণায় পরাজিত হয়েছেন যা এলাকা বাসি অবগত অাছেন।

অাগামী ১৬/১/২০২১তারিখ অাসন্ন বসুরহাট পৌরসভার অবাদ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে অাবরো প্রমান হবে সুমন বিপুল সংখ্যক ভোটে কাউন্সিলর নির্বাচিত হবে!
ছাএ জীবন থেকে সুমন সকারি মুজিব কলেজ ছাএ দলের সভাপতি, পৌর ছাত্রদল উপজেলা ছাএদল যুবদল (বর্তমান)সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব নিয়জিত অাছেন।
এককথায় সুমন শহিদ রাষ্ট্রপ্রতি জিয়ার অার্দশ লালন করেন।
এলাকার সকল শ্রেনী পেশার মানুষের কাছে সুমন জন প্রিয় হয়ে উঠেছে।
ছালেহ উদ্দিন সুমন সকলের নিকট দোয়া ও ভোট চেয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *