
এস.এম অলিউল্লাহ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা বিদ্যাকুট ইউনিয়ন মেরকুটা সড়কপাড়ের উত্তর পাশে চকের পুকুর পারের ঝোপঝাড় থেকে হোসনা আক্তার ২৫ নামে মহিলার গলিতলাশ উদ্ধার করা হয়েছে।
আজ বৃহস্প্রতিবার(৩১/১২) বিকাল ৩ টায় নবীনগর থানার ওসি আমিনুর রশিদ মহিলার লাশ উদ্ধার করেন।
জানাযায়,আজ সকালে কাজলিয়া গ্রামের একটি ছোট ছেলে পুকুর পাড়ে পাখি ধরতে এলে লাশ টি দেখতে পাই, পরে স্থানীয় লোকদের কাছে খবর দিলে তারা পুলিশ কে খবর দেয়।
মেরকুটা গ্রামের মৃত তাজুল ইসলামের মেয়ে হোসনা আক্তার গত ১৬ তারিখ থেকে নিখোঁজ ছিল।বিকটিমের ভাই খায়রুল ইসলাম তার বোনের লাশ সনাক্ত করেন।