
মৌলভীবাজার জেলা শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও বাজার সিন্দুর খাঁন রোডস্থ বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম স্মৃতি সংসদ ক্লাব এর ব্যবস্থাপনায়, তরিকুল ইসলাম লিটন এর আয়োজনে, মরহুম বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম স্মরণে আজ শুক্রবার (১ জানুয়ারি) দিনব্যাপী ফ্রী চক্ষু চিকিৎসা দেওয়া হয়।
২ নং ভুনবীর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রশীদ এর সভাপতিত্বে ও ড. আব্দুল আজিজ এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেম সাগর হাজরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান শ্রীমঙ্গল উপজেলা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আলমগীর হোসেন সাধারণ সম্পাদক সাতগাঁও বাজার পরিচালনা কমিটি, মোহাম্মদ আনিছুল ইসলাম আশরাফী সভাপতি অনলাইন প্রেসক্লাব শ্রীমঙ্গল, কাউছার আহমেদ যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ শ্রীমঙ্গল উপজেলা শাখা,মোঃ নাছির আহমেদ সভাপতি এশিয়ান জার্নালিস্ট চ্যারিটেবল সোসাইটি শ্রীমঙ্গল উপজেলা শাখা,বদরুল ইসলাম বকুল মেম্বার ৮ নং ওয়ার্ড, সাংবাদিক আব্দুল মজিদ,আওয়ামী লীগ নেতা জালাল মিয়া,জাহাঙ্গির মিয়া ব্যবসায়ী,সাইফুল ইসলাম রিংকু সভাপতি মাধব পাশা দিঘীরপাড় সমাজ কল্যাণ পরিষদ, ডাঃ ইমদাত তুয়া,খালেদ আহমেদ জনি, জাহেদ ইসলাম, রায়হান ইসলাম, জিহাদ ইসলাম, জনি দেব প্রমুখ।
উল্লেখ্য দিনব্যাপী এই চক্ষু শিবিরে ৩৪৫ জন এর চিকিৎসা প্রদান করা হয় বলে আয়োজক সূত্রে জানা গেছে। চিকিৎসা ক্ষেত্রে সার্বিক সহযোগিতা করেন মৌলভীবাজার আধুনিক চক্ষু হাসপাতাল কর্তৃপক্ষ।