
ভারত থেকে মনোয়ার ইমাম অর্থাৎ ডায়মন্ড রিং দেখতে পারেন ভারত ও বাংলাদেশের মানুষ।2021, সালে মোট,4,টি পূর্ণ গ্রহণ দেখতে পাবেন। তার মধ্যে আগামী,26,মে,তে পূর্ণ গ্রাস চন্দ্র গ্রহণ দেখতে পাবেন ভারত ও বাংলাদেশের মানুষ। এবং পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে,10,ই জুন ও,4,ই ডিসেম্বর। এবং চন্দ্র গ্রহণ দেখা যাবে,19,শে নভেম্বর।আজ একথা জানিয়েছেন ভারতের উজ্জয়িনী মহাকাশ গবেষণা সংস্থা ডিরেক্ট শ্রী রাজেন্দ্রপ্রকাশ গুপ্ত। তিনি জানিয়েছেন এই পূর্ন সূর্য গ্রহণ দেখতে পাবেন পশ্চিম বাংলার ওড়িশা ও সিকিম সহ উওর পূর্ব রাজ্যে বাসিন্দা রা। সেই সঙ্গে পশ্চিম বাংলার কাছাকাছি বাংলাদেশ এর যশোর খুলনা বাগেরহাট,সাতখিরা, বরিশাল,হাতিয়া এবং পিরোজপুর জেলার মানুষ। তবে সূর্য গ্রহণ খালি চোখে দেখা যাবে কি না তা আকাশ এর পরিচ্ছন্নতা উপর নির্ভর করছে। তবে এই পূর্ন সূর্য গ্রহণ দেখা র তাকিয়ে থাকবে ভারত ও বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ এটা বলার অপেক্ষা রাখে না।। ভারত এর কলকাতা শহর থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।