
আবদুল্লাহ আল মামুন যশোর জেলা প্রতিনিধি
বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ কমিটির সদস্য ও সিটি প্লাজা যশোরের চেয়ারম্যান এস এম ইয়াকুব আলী পক্ষে মনিরামপুরের নাগোরঘোপে মারকাযুল ইলম উলামা নগর মাদরাসার শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে মাদারাসায় কম্বল বিতরণ করেন সিটি প্লাজা যশোরের চেয়ারম্যান এসএম ইয়াকুব আলীর ছোট ভাই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্যালিয়েটিভ মেডিসিন বিভাগের মেডিকেল অফিসার ডা: মেহেদী হাসান। এর আগে মেহেদী হাসান মাদারাসার উন্নয়ন কল্পে শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিথ ছিলেন মাদাসার মুহতামিম মুফতি কামরুজ্জামান, মনিরামপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এসএম মজনুর রহমান, সহসভাপতি প্রভাষক নুরুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো: আওয়ালসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ শেষে মত বিনিময়কালে ডা: মেহেদী হাসান মাদাসার বিভিন্ন উন্নয়ন কল্পে সহযোগীতার আশ্বাস দেন।