
মোঃ সিরাজুল হক রাজু স্টাফ রিপোর্টার।
বরিশালের
বনারপাড়া উপজেলা ছাত্রদলে কমিটির দির্গ প্রায় দুইযুগ অতিবাহিত হওয়ার পর নতুুন কমিটি মুখ দেখতেপেয়েছে ছাত্র দলের নেতা কর্মিরা এরি ধারা বাহিকতায় গত কাল গোসনা করা হয়েছে বানারিপাড়ার উপজেলার ও পৌরও কলেজ সাত্রদলের আহবায়ক কমিটির।এই দির্গ প্রয় দুইযুগের মাজ খানে ছাত্রদলের জরে পরেছে বহু নেতা কর্মিরা জারা এস্থান পায়নি এখন কোন কমিটিতে তাই গেপে থাকা নেতা কর্মিদের দাবি তাদের জেন মুল্যায়ন করা হয়।এবং এই ছাত্র দলের আহবাক কমিটির মাধ্যমে বিএনপি অঙ্গসংগঠনের অন্য সবগুলো কমিটি সম্পন্ন করে এসব নেতা কর্মিদের মুল্যায়ন করা এবং বিএনপি আরো সক্তিসালি করে গডেতোলার আহবান জানিয়েছন নেতা কর্মিরা।