মনিরামপুর আম্ফানে ক্ষতিগ্রস্ত ঘরে পলিথিন দিয়ে বসবাস,মেলেনি সাহায্য সহযোগিতা

আবদুল্লাহ আল মামুন যশোর জেলা প্রতিনিধি

আম্ফানে ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবার ঘরের চালে পলিথিন দিয়ে বসবাস, দেখার কেউ নেই তাদের মেলেনি কোন সহযোগিতা।

যশোর জেলার মনিরামপুর উপজেলার পৌর এলাকার বিজয়রামপুর আব্দুল আজিজ এর ঘর আম্ফানে উড়ে যায় এখনো সেই অবস্থায় পড়ে আছে, খুবই সমস্যার মধ্যে জীবন যাপন করছেন পরিবার।

আব্দুল আজিজ মনিরামপুর পৌর ৯নং ওয়ার্ড বিজয়রামপুর ঈমান আলী সরদারের ছেলে।আব্দুল আজিজের স্ত্রী শাহিদা বেগম সাংবাদিক আবদুল্লাহ আল মামুন কে বলেন আমার স্বামী একজন কৃষক পরের ক্ষেতে কাজ করে কোন রকম সংসারের খরচ বহন করেন, আমাদের পক্ষে নতুন ঘর করা সম্ভব না তাই কোন রকম ঘরের চালে পলিথিন দিয়ে বসবাস করছি।

শাহিদা বেগম আরো আম্ফানে ক্ষতিগ্রস্ত অনেকে সরকারী সাহায্য সহযোগিতা পেলেও আমরা কারো থেকে কোন সাহায্য সহযোগিতা পাইনি আমরা এই শীতের মধ্যে খুব কষ্টে এই ঘরে বসবাস করছি।

শাহিদা বেগম মনে কষ্ট ব্যাথা নিয়ে বলেন সামনে মনিরামপুর পৌর নির্বাচন সবাই বাড়িতে আসছে ভোট চাইতে, কিন্তু ভোটের পরে তাদের কোন দেখা মিলেনা,যদি নেতারা ভালভাবে জনগণের খোঁজ খবর নিত , তাহলে আমাদের এভাবে পড়ে থাকতে হতো না।

সংবাদটি শেয়ার করুন

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *