
,রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় উৎসাহ আর উদ্দীপনার মধ্যে দিয়ে তাহেরপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদ মেয়র পদে মনোনয়পত্র দাখিল করেছেন।
এরই মধ্যে তাহেরপুর পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বাংলাদেশ আ’লীগের দলীয় মনোনয়ন লাভ করেছেন। দলীয় মনোনয়ন নিয়ে তিনি দ্বিতীয় বারের মতো তাহেরপুর পৌরসভায় নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। এর আগেও আবুল কালাম আজাদ তাহেরপুরে মেয়র নির্বাচিত হয়েছিলেন।
রবিবার বেলা ১১ টায় উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে মেয়র আবুল কালাম আজাদের দলীয় নেতৃবৃন্দ নিয়ে নির্বাচনী মনোনয়নপত্র দাখিল করেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, সহ-সভাপতি আফতাব উদ্দীন আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, উপজেলা আ’লীগের সদস্য সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান, সদস্য এস.এম. এনামুল হক, চেয়ারম্যান আলমগীর হোসেন, কালাম হোসেন, তাহেরপুর পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আবু বক্কার মৃধা মুনছুর, সহ-সভাপতি আমজাদ হোসেন, কাউসার আলী, সত্যজিৎ রায় তোতা, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুর রহমান বিপ্লব, সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক শাহী, রফিকুল ইসলাম, ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতি অহিদুল ইসলাম, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মীর, তাহেরপুর পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আসাদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, তাহেরপুর কলেজ ছাত্রলীগের সভাপতি আমিরুজ্জামান তুহিন মৃধা, সাধারণ সম্পাদক কোরবান আলী প্রমুখ।
এছাড়াও উপজেলা, ইউনিয়ন ও তাহেরপুর পৌর আওয়ামী লীগের দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে দলীয় নেতৃবৃন্দ সহউপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন মেয়র আবুল কালাম আজাদ।