ভবানীগঞ্জ মেয়রকে শিক্ষক সমিতি ও যুবলীগের সংবর্ধনা প্রদান

রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র আব্দুল মালেক মণ্ডলকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বাগমারা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির উদ্যোগে সোমবার সকালে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়।

এ উপলক্ষে সমিতির ভবানীগঞ্জস্থ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবনির্বাচিত মেয়র আব্দুল মালেক মণ্ডল। সমিতির সভাপতি হাবিবুর রহমান মটরের সভাপতিত্বে ও সহসভাপতি জয়ন্ত কুমার সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাংসদ এনামুল হকের প্রেসসচিব জিল্লুর রহমান, বাগমারা প্রেসক্লাবের সভাপতি আলতাফ হোসেন মণ্ডল, কাউন্সিলর আব্দুল হান্নান, আলমগীর হোসেন।

উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক ইউসুফ আলী সরকার, সমিতির যুগ্ম সম্পাদক আঃ বারিক মণ্ডল, প্রচার সম্পাদক ডিএম নাজমুল হক, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ, সিনিয়র সহসভাপতি সেলিনা খানম, শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, সদস্য ফরহাদ হোসেন, শহিদুযল ইসলাম, এমরান শেখ, আব্দুল মালেক. আঃ হামিদ, আঃ কুদ্দুস, মিজানুর রহমান, সেলিনা আফরোজ, উজ্জল হোসেন, আতাউর রহমান প্রমুখ। অনুষ্ঠানের প্রধান অতিথি নির্বাচনের সময় শিক্ষকদের পাশে থাকায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। শিক্ষকেরাও সব সময় মেয়রের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

অপরদিকে দুপুরে একই স্থানে যুবলীগের উদ্যোগে মেয়র আব্দুল মালেক মণ্ডলকে সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলা যুবলীগের সভাপতি আল মামুনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মীরের সঞ্চালনায় বিশেষ অতিথি থেকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ, দপ্তর সম্পাদক মিজানুর রহমান পল্লব, শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক জিল্লুর রহমান।

উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা আব্দুস সাত্তার, ঝিকড়ার সভাপতি মোশারফ হোসেন, হামিরকুৎসার শাহরেজা আলম ইমন, মাড়িয়ার সভাপতি আক্তার হোসেন, নাহিদ হাসান, পৌর ছাত্রলীগের সভাপতি নুরুজ্জামান নাহিদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *