ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে এশিয়ান টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মোঃ আনোয়ার হোসেন,
ঝিনাইদহ জেলা প্রতিনিধি-

‘আট পেরিয়ে নয়ে পদার্পন, সবার সাথে এশিয়ান টেলিভিশন’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে এশিয়ান টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভায় আয়োজন করা হয়। ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান দিপ্তী রহমান, ঝিনাইদহ সদর থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি এম সাইফুল মাবুদ, ক্যাবল নেটওয়ার্ক প্রতিনিধি ইসাহাক আলীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এশিয়ান টেলিভিশনের ঝিনাইদহ জেলা প্রতিনিধি এম রবিউল ইসলাম রবি, মানব জমিনের জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম লিটন, সময় টিভির জেলা প্রতিনিধি লোটাস রহমান সোহাগ, মুভিবাংলা টিভি, জাতীয় দৈনিক স্বাধীন বাংলা পত্রিকা, বার্তাবাজার, দৈনিক খুলনাঞ্চল ও দৈনিক স্পন্দন পত্রিকার জেলা প্রতিনিধি খাইরুল ইসলাম নিরর,দৈনিক পথযাত্রা পত্রিকার জেলা প্রতিনিধি বসির আহাম্মেদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ঝিনাইদহ প্রেসক্লাবের সহ-সভাপতি ও এসএ টিভির জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ। আলোচনা সভা শেষে কেক কাটা হয়। এসময় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের কর্মীসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *