
দোহার-নবাবগঞ্জ (ঢাকা):
ঢাকার দোহারের মারকাযুল কুরআন ইসলামিক একাডেমির পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ মার্চ) সকাল ৯টায় নারিশা সাতভিটা এলাকায় একাডেমির বার্ষিক পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নারিশা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আলমগীর হোসেন।
তিনি তার বক্তব্যে মাদরাসার শিক্ষার্থীদের ফলাফলে ভূয়সী প্রশংসা করেন এবং মাদরাসার যে কোন প্রয়োজনে পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
আলহাজ্ব শেখ হারুন অর রশীদ এর সভাপতিত্বে ও মাদরাসার পরিচালক মাওলানা যুবায়ের আহমাদ সাকীর পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড মেম্বার মোঃ মূসা কালিমূল্লাহ, নারিশা ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড মেম্বার মোঃ কবিরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখা সেক্রেটারী মোঃ সুলাইমান বেপারী, নারিশা ইউনিয়ন আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক মোঃ মুক্তার হোসেন ও মোঃ মোস্তফা কামাল।
এসময় আরো উপস্থিত ছিলেন আলহাজ্ব হাফেজ রুহুল আমীন দেওয়ান, হাফেজ মাওলানা ওমর ফারুক আমিনী, মাওলানা জুনাইদ আল হাসান, হাফেজ মাওলানা নাঈমুল হাসান, হাফেজ মাইনুল ইসলাম, হাফেজ জাকির হুসাইন ফরায়েজি, নারিশা ৯নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রশিদ, রুইথা বাইতুল জান্নাত জামে মসজিদ এর সভাপতি মোঃ রুহুল আমীন,আলহাজ্ব হাফেজ ওমর ফারুক,জাহাঙ্গীর আলম খান, হামীম সমাজ কল্যাণ সংঘ এর সদস্য ও মাদরাসার সকল অভিভাবক বৃন্দ।