
কাজী জোবায়ের আহমেদ.
ঢাকার দোহারের নয়াবাড়ি ইউনিয়নের ধোয়াইর এলাকায় ভারতের নামিদামি পণ্যের মোড়কে নকল আগরবাতি তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে। সরজমিনে গিয়ে, দেখা যায় উপজেলার ধুয়াইর এলাকায় আলী মেম্বারের বাড়িতে একটি টিনসেট ঘরে তৈরি হচ্ছে এসব আগরবাতি। শুধু তাই নয় এর পাশাপাশি মোমবাতি ও গোলাপ জল তৈরি হয় এই অবৈধ কারখানায়। কারখানার মালিক মো.শাহজাহান জানান, এসব করতে নাকি কোন অনুমোদন লাগে না। এবং ঢাকার আশেপাশে এমন ব্যবসা নাকি অনেকেই করছেন। সম্পুর্ণ কারখানাটি ঘুরে দেখা মেলে ভারতের সব নামিদামি ব্র্যান্ডের মোড়ক, নকল প্রতিক ও অনিবন্ধিত ট্রেডমার্ক। এছাড়া আরও রয়েছে ক্ষতিকারক ক্যামিক্যাল।
সাংবাদিকের উপস্থিতি দেখে আশেপাশে ভিড় করেন উৎসুক জনতা। তারা জানান, অনেকদিন ধরে এমন কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন মো. শাহজাহান। তার এসব অবৈধ কার্যক্রম বন্ধ করা না গেলে ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ।
এবিষয়ে নয়াবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান তৈয়বুর রহমান তরুন বলেন, এবিষয়ে আমার কোন কিছুই জানা ছিলোনা। যদি এমন কোন কারখানা থেকে থাকে তবে এটি দেশের জন্য ক্ষতিকর। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
এব্যাপারে দোহার উপজেলা নির্বার্হী কর্মকর্তা মো. মোবাশ্বের আলম জানান, এমন কোন করাখানার তথ্য আমাদের কাছে নেই। এবিষয়ে খোঁজ নিয়ে অবৈধ কারখানার সাথে জরিতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।