দোহারে জে,বি কালেকশনের শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:
ঢাকার দোহারে বিভিন্ন ধরনের পোশাকের সমারহ নিয়ে ও ক্রেতাদের চাহিদা পূরণে কার্যক্রম শুরু করেছে জে,বি কালেকশন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে উপজেলার জয়পাড়া চৌধুরী হাইট্স এ প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এসময় ফিতা কেটে কার্যক্রমের উদ্বোধন করেন দোহার পৌরসভার মেয়র মো.আলমাছ উদ্দিন।
প্রতিষ্ঠানের স্বত্তাধিকারী ইসরাত জাহান বনানী বলেন, সব মানুষের একটা কমফোর্ট জোন থাকে সেই জোনের বাইরে যেয়ে কাজ করে সফল হওয়া খুব কঠিন এবং খুব চ্যালেঞ্জিং। জে, বি কালেকশনস আমার সেই কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে গড়ে তোলা একটি প্রতিষ্ঠান। একমাত্র আল্লাহর উপরে ভরসা করেই চলা শুরু। আশাবাদী ক্রেতাদের চাহিদা পূরণ করতে পারবো।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সালাম শুকুর, ডা. জালাল উদ্দিন, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মিতু চৌধুরী, পৌরসভা যুব মহিলা লীগের সভাপতি ফাতেমা আক্তারসহ আরও অনেকে।

সংবাদটি শেয়ার করুন

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *