
নিজস্ব প্রতিবেদক:
জার্মান বায়ার্ন মিউনিখ শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল মিয়ার অর্থায়নে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঢাকার দোহারে তার নিজ এলাকা দক্ষিণ জয়পাড়ায় ছয় শতাধিক মানুষের মাঝে এই উপহার দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার তুলে দেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো.আলমগীর হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে মো.আলমগীর হোসেন বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে দেশের উন্নয়ন হয়েছে। মানুষ সব ধরনের ভাতা পাচ্ছে। ঈদের সময় আওয়ামী লীগ নেতারা মানুষের পাশে রয়েছে। তাই এই সরকারকে আবারো ক্ষমতায় আনতে হবে।
জার্মান বায়ার্ন মিউনিখ শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল মিয়া বলেন, আমি শুরু থেকে দেশের মানুষের কল্যাণে কাজ করেছি। সারাজীবন যেন মানুষের পাশে থাকতে পারি।
এসময় আরও উপস্থিত ছিলেন হাজী হারুন-উর রশিদ মেম্বার, পৌরসভার ৫নং ওয়ার্ড কমিশনার ওয়াসিম চোকদার, মিজানুর রহমান, কাজী জাফরসহ আরও অনেকে।