
নিজস্ব প্রতিবেদক: দেশীয় মৌসুমি বিভিন্ন ফল দিয়ে মধুমাস উৎসব পালন করেছে আইএফআইসি ব্যাংক কোমরগঞ্জ উপশাখা। সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত ব্যাংকে আসা বিভিন্ন গ্রাহক ও সেবা গ্রহণকারীর মাঝে মৌসুমি দেশীয় ফল দিয়ে আপ্যায়িত করা হয়।
দেশীয় ফলের মধ্যে রয়েছে আম, জাম, লিচু, কলা কাঁঠাল, কোমরগঞ্জ উপশাখার দায়িত্বরত অফিসার কাজী জিয়াদ জানান, কোমরগঞ্জ উপশাখা নবাবগঞ্জ শাখার একটি অংশ হিসেবে শাখার সকল ধরনের ব্যাংকিং সেবাই এখানে প্রদান করা হয়। আমাদের ব্যাংক বছরের বিভিন্ন সময়ে গ্রাহকদের নিয়ে নানা উৎসবের আয়োজন করে থাকে। সে ধারাবাহিকতায় শাখার পাশাপাশি আমাদের উপশাখা গুলোতেও ব্যাংকের পক্ষ থেকে মধুমাস উৎসবের আয়োজন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের নবাবগঞ্জ শাখার ম্যানাজার দেবদাস দত্ত্ব, সিএসএম মো: সজিব হোসেন, লোন অফিসার এস.এম আবুল হোসেন, উপশাখার টিএসও মো: মুক্তাদির রহমান সৌমিক, অগ্রণী ব্যাংক কোমরগঞ্জ শাখার ম্যানাজার মাহমুদুল হক রাসেল সহ অন্যান্যরা।