
নিজস্ব প্রতিবেদক:
ঢাকার দোহারে জয়পাড়া কলেজ শাখা ছাত্রলীগের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন দোহার পৌরসভা মেয়র মো.আলমাছ উদ্দিন, কলেজের অধ্যক্ষ সিদ্দিকুর রহমান । প্রধান বক্তা ছিলেন ঢাকা জেলা ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন সোহাগ। জয়পাড়া কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শাহাদাৎ হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাঈফ হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাউন্সিলর পাপেল মাহমুদ নিজাম, দোহার উপজেলা ছাত্রলীগের সভাপতি শাকিল আহমেদ, সধারণ সম্পাদক আব্দুর রহমান শান্ত, পৌরসভা ছাত্রলীগের সভাপতি মো.আল আমিন বাধন,সাধারণ সম্পাদক জোবায়ের হোসেনসহ অনেকে।