
বিশেষ প্রতিবেদক: ঢাকার দোহারে দুর্বৃত্তদের গুলিতে দুই যুবক আহত হয়েছেন। আহতরা হলেন উপজেলার নারিশা পশ্চিম চর গ্রামের মো. আলমগীরের ছেলে রাতুল শিকদার (১৯) ও একই গ্রামের জাহাঙ্গীর গাজীর ছেলে মেহেদী গাজী (২৮)। বুধবার রাত সারে আটটার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন দোহার থানা পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুবলী ব্রিজের ঢালে রাতুল ও মেহেদীকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাদের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আহত অবস্থায় তাদেরকে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় প্রেরণ করেন।
আহত রাতুল জানান, বুধবার রাত আনুমানিক সারে আটটার দিকে দিকে ডাক্তার দেখিয়ে মোটরসাইকেল যোগে রাতুল তার ও তার প্রতিবেশী মেহেদী বাড়ি ফিরছিলো। দুবলী ব্রিজের ঢালে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি মটরসাইকেলে থানা তিনজন যুবক তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়।
আহত মেহেদি জানান, আমরা কিছু বুঝে উঠার আগেই আমাদের পায়ে গুলি করে তিনজন পালিয়ে যায়। আমি আহত হয়েছে তাদের ধরার চেষ্টা করি, কিন্তু পারিনি। মেহেদি বলেন, রাতের বেলা আমরা ছেলেদের কাউকেই চিনতে পারিনি। আর কি উদ্দেশ্যে গুলি করেছে বুঝতে পারছিনা। তবে একটি ছেলেকে দেখলে হয়তো চিনতে পারবো। এদিকে এমন ঘটনায় ঐ এলাকার মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
ঘটনার সত্যতা স্বীকার করে দোহার থানার ওসি মোস্তফা কামাল বলেন, ঘটনার পরপরই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। দোষীদের আটক করতে আমাদের অভিযান চলছে। হয়তো কোনো পূর্ব শত্রুতার জেরে এই ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।