
দোহার (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার দোহার উপজেলার কাটাখালী এলাকায় অগ্নিকাণ্ডে একটি বসতঘর ও গবেষণাগার পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১০ টার দিকে উপজেলার কাটাখালী এলাকায় রফিকুল আলম এর বাড়িতে হঠাৎ আগুন জ্বলতে দেখে আশে পাশের প্রতিবেশীরা এগিয়ে এসে নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দোহার ফায়ার সার্ভিসের একটি দল। পরে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় ঘরের সবকিছু।
ক্ষতিগ্রস্ত রফিকুল ইসলাম জানান, তিনি ঢাকায় থাকা অবস্থায় খবর অগ্নিকান্ডের খবর পান। তার ঘরের আসবাবপত্রসহ গবেষণার সরঞ্জাম পুড়ে প্রায় ৭ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে।
বৈদ্যতিক শর্ট সার্কিট থেকে এ ঘটনা ঘটতে পারে বলে জানান দোহার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তামিম হাওলাদার।