
দোহার (ঢাকা) প্রতিনিধি.
‘‘কাবিং করবো, স্মার্ট বাংলাদেশ গড়বো’’ এই স্লোগানে ঢাকার দোহারে স্কাউটস্দের ৬ষ্ঠ উপজেলা কাব ক্যাম্পুরি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে দোহার উপজেলা স্কাউটস্ এর আয়োজনে উপজেলার লটাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. আলমগীর হোসেন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দোহার উপজেলা স্কাউটস্ এর সভাপতি মো. জাকির হোসেন। তিনদিনব্যাপী অনুষ্ঠানে উপজেলার ৪২ টি বিদ্যালয়ের স্কাউটস্রা অংশ নেয়। এসময় তারা শরীর চর্চা ও বিভিন্ন ডিসপ্লেতে অংশ নেয়। স্কাউটস্ দেশের বিভিন্ন সংকটাপন্ন মুহুর্তে বিশেষ ভুমিকা রেখেছে এবং ভবিষ্যতেও এর ধারাবাহিকতা থাকবে বলে জানান বক্তারা। এসময় আরও উপস্থিত ছিলেন দোহার পৌরসভার মেয়র মো.আলমাছ উদ্দিন, রাইপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেনসহ আরও অনেকে।