
কেরানীগঞ্জ (ঢাকা)প্রতিনিধি
কেরানীগঞ্জে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আওতাধীন সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচি গ্রামকর্মী সুবিধাভোগীদের নিয়ে মাসিক যৌথসভা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। পল্লী উন্নয়ন বিয়ার ডিবি কেরানীগঞ্জ শাখার উদ্যোগে সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কনফারেন্স রুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল বিন করীম এর সভাপতিত্বে এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিআরডিবি মহাপরিচালক আব্দুল গাফফার খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম পরিচালক বিআরডিবি ঢাকা মোহাম্মদ তৌহিদুল হক, উপ-পরিচালক বিআরডিপি ঢাকা জেলা দপ্তর ঢাকা মোহাম্মদ জহিরুল হক মৃধা। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা দপ্তর ঢাকা ডিপিডি মো.আমিনুল ইসলাম কেরানীগঞ্জে পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ তাইবুর রহমান , কেরানীগঞ্জে বি আরডিবি সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. খলিলুর রহমান, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মোছা:সামিমা আক্তার রহমান প্রমুখ । কেরানীগঞ্জ পল্লী উন্নয়ন বোর্ডের আওতাধীন পল্লী উন্নয়নের ৬০ জন সদস্যের মধ্যেই-প্রশিক্ষণ দেওয়া হয় এবং পাঁচজন সদস্যের মধ্যে ১৩ লক্ষ ২৫ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়। প্রধান অতিথি গাফফার খান জানান, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আওতাধীন সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচির ৩য় পর্যায়ের মাধ্যমে বেকার যুবক যুবতীদের দুই মাসের বিভিন্ন টেকনিক্যাল প্রশিক্ষণ দিয়ে ১৫হাজার টাকা সম্মানি ভাতা দেয়া হয় । প্রশিক্ষণপ্রাপ্ত যুবতীরা বিভিন্ন ব্যবসা ও চাকুরী করে দেশে -বিদেশে সবাবলম্বী হয়েছে এর ধারাবাহিকতা রক্ষা করতে হবে আমাদেরই। বাংলাদেশের জিডিপির শতকরা ২% হলেও বিআরডিবি থেকে আসে