
ঢাকার দোহারে গুড নেইবার্স বাংলাদেশ, দোহার সিডিপি কর্তৃক ফুড এন্ড এসেনসিয়াল গুডস সাপোর্ট প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
৩০শে জানুয়ারি ( মঙ্গলবার) সকালে কুসুমহাটি ইউনিয়ন পরিষদ এলাকার গুড নেইবার বাংলাদেশ দোহার সিডিপি প্রাঙ্গনে দোহার সিডিপি এর ৩০০জন
আইডিভুক্ত ও ননআইডিভুক্ত শিশুদের মাঝে খাদ্যদ্রব্য এবং পণ্য সামগ্রি বিতরন করা হয়।
খাদ্যদ্রব্য এবং পণ্য সামগ্রির মধ্যে ছিল ফ্রেশ গুড়া দুধ, মসুর ডাল, ফ্রেশ চিনি, মেরিল সোপ ও ভ্যাজলিন, প্রতিবেশি সরিষার তেল, মাম পট, টিফিন বক্স, এবং রিভাইব লোশন এবং একটি টিস্যু ব্যাগ।
দোহার সিডিসির সভাপতি একলাল উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে ও সিমবায়োসিস এর প্রজেক্ট ম্যানেজার আবুল কালামএর সন্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জসিম উদ্দিন।
প্রধান অতিথি এর বক্তব্যে তিনি বলেন দোহারের দুঃস্থ এবং গরিব শিশুদের উদ্দেশ্যে গুড নেইবার্সের এই গৃহিত উদ্যোগ আসলেই প্রশংনীয়। আমি গুড নেইবার দোহার সিডিপি এর সাফল্য কামনা করছি।
দোহার সিডিপি এর ম্যানেজার শাহারিয়ার হোসেন শুভেচ্ছা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শামসুন্নাহার খান, দোহার আওয়ামিলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে এম করম আলি, এবং লায়লা আফজাল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক বজলুর রহমান প্রমুখ।