
নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহারের নারিশা ইউনিয়নের উত্তর শিমুলিয়া এলাকায় মসজিদ নির্মাণকে কেন্দ্র করে হামলার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় চারজন আহত হয়েছে। আহতরা হলেন উত্তর শিমুলিয়া এলাকার আব্দুর রব শেখ (৭০), আব্দুল জলিল (৪৫), রোকসানা আক্তার (৩৩), ওজুফা বেগম (৬৫)। এই ঘটনায় আব্দুর রব এর ছেলে খলিলুর রহমান বাদী হয়ে দোহার থানায় একটি লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উত্তর শিমুলিয়া এলাকায় একটি মসজিদের জমি ওয়াকফো করা না থাকায় জুম্মার নামাজ পড়তে রাজি হয়নি বেশকিছু মুসুল্লি। পরে স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে অন্যত্র একটি জমি মসজিদের জন্য ওয়াকফো করে নেয় স্থানীয় বেশ কয়েকজন। সেখানে মসজিদ নির্মাণ করে নামাজ আদায় শুরু করেন। এতে ক্ষিপ্ত হয়ে রোববার বিকেলে স্থানীয় দেলোয়ার বাদশার বাড়িতে ডেকে নিয়ে নতুন মসজিদ নির্মাণের পক্ষে থাকা আব্দুল জলিলকে মারধর করেন উত্তর শিমুলিয়া এলাকার ঘটু খালাসী, বিল্লাল খালাসী,আক্তার খালাসী, স্বপন খালাসী,বিদ্যুৎ খালাসী,শান্ত খালাসী,জাকির মোড়লসহ অজ্ঞাত আরও ১৪/১৫ জন। এতে বাধা দিলে একই পরিবারের আব্দুর রব,রোকসানা ও অজুফা বেগমকেও মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। পরে জরুরী সেবা ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশের সহায়তায় আহতদের দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে আহত তিনজনকে ভর্তি করা হয়।
এব্যাপারে জানতে অভিযুক্ত বিল্লাল খালাসীকে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি।
আক্তার খালাসী বলেন, এখানে এক স্থানে দুটি মসজিদ হতে পারেনা। কমিটি করে একটি মসজিদ থাকলে সান্তি ফিরে আসবে। এসময় তিনি মারধরের বিষয়টি অস্বিকার করে বলেন তারা এলাকায় আধিপত্য বিস্তার করতে অন্য একটি মসজিদ দিয়েছে।
এব্যপারে দোহার থানা ওসি তদন্ত আজহারুল ইসলাম বলেন, মারধরের বিষয়ে একটি অভিযোগ হয়েছে এবিষয়ে তদন্ত চলছে। পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।