দোহারে মুক্তিযোদ্ধাদের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

দোহার (ঢাকা) প্রদিনিধি.
ঢাকার দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা মোঃ নূরুল ইসলাম বেপারী ও বীর মুক্তিযোদ্ধা ডাঃ আবুল কালামের সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন দোহার উপজেলা মুক্তিযোদ্ধাদের একাংশ। বুধবার (১৭ জুলাই) দুপুরে উপজেলার নারিশা এলাকার বীর মুক্তিযোদ্ধা মোঃ তাবারক আলী বেপারীর সভাপতিত্বে তার নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন করা হয়।
এসময় বক্তারা বলেন, গত ১৪ জুলাই রবিবার মোঃ নূরুলহক বেপারী এক সংবাদ সম্মেলন করে কয়েকজন বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন ভাবে মনগড়া কথা বলে নানা অপপ্রচার করেছেন। আমরা সবাই এর তীব্র নিন্দাসহ প্রতিবাদ জানাচ্ছি। এসময় তারা নূরুলহক বেপারীকে ভূয়া মুক্তিযোদ্ধা হিসেবে ঘোষনা দেন এবং সরকারের কাছে তার সনদ বাতিলের দাবি জানান।
সংবাদ সম্মেলনে দোহার উপজেলা মুক্তিযোদ্ধা পরিষদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ মহিউদ্দিন,বীর মুক্তিযোদ্ধা মোল্লা মোঃ বেলাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম খলিল সবুজসহ অন্তত ত্রিশজন মুক্তিযোদ্ধা সংবাদ সম্মেলনে অংশ নেয়।

সংবাদটি শেয়ার করুন

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *