দোহারে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

দোহারে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

দোহার (ঢাকা) প্রতিনিধি: জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে সারা দেশের ন্যায় ঢাকার দোহার উপজেলায় জাতীয় ‘ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৪’ এর উদ্বোধন করা হয়। শনিবার সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷ শিশু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাইয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন। দিনব্যাপি-এ ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সি শিশুদের নীল রং এবং ১২ থেকে ৫৯ মাস বয়সি শিশুদের লাল রং-এর ক্যাপসুল খাওয়ানো হয়। এ বছর দোহার উপজেলায় টি ক্যাম্পে ৬ থেকে ১১ মাস বয়সি প্রায় ৪ হাজার ২ শত ৯০ জন শিশু এবং ১২ থেকে ৫৯ মাস বয়সি প্রায় ২৫ হাজার ৯ শত ১১ জন শিশুকে এ ক্যাপসুল খাওয়ানো হয়।

দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. জসীমউদ্দিনের সভাপতিত্বে এ সময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন খান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কর্মকর্তা, কর্মচারী ও ভিটামিন’এ’ প্লাস ক্যাম্পেইনের আওতাধীন শিশু ও অভিভাবক বৃন্দ।

এ বছর সারা দেশের প্রায় ১ লাখ ২০ হাজার ক্যাম্পে এ ক্যাপসুল খাওয়ানো হয়। দেশে ৬ থেকে ৪৯ মাস বয়সি প্রায় ২ কোটি ২২ লাখ শিশুকে দিন ব্যাপি এ ক্যাপসুল খাওয়ানো হয়। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সি শিশু প্রায় ২৭ লাক্ষ ও ১২ থেকে ৫৯ মাস বয়সি শিশুর সংখ্যা প্রায় ১ কোটি ৯৫ লাখ।

সংবাদটি শেয়ার করুন

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *