
নিজস্ব প্রতিবেদক.
ঢাকার দোহারে সড়ক দুর্ঘটনায় মাহফুজ কাজী (১৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (১১মার্চ) দুপুরে কার্তিকপুর বড় ব্রিজের ঢালে এ ঘটনা ঘটে। নিহত মাহফুজ উপজেলার মাহমুদপুর গ্রামের ইসমাইল কাজীর ছেলে।
নিহতের চাচা মোবারক কাজী জানান, সোমবার দুপুরে তার ভাতিজা মাহফুজ বন্ধুদের সাথে মানিকগঞ্জ থেকে বাড়ি ফিরছিলো। তারা কার্তিকপুর বড় ব্রিজের ঢালে আসলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি সজোরে এসে চাপা দেয়। এতে মাহফুজ গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ বিষয়ে দোহার থানার এসআই মাসুদ জানান, নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।