
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:
কেরানীগঞ্জে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্য আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সালাহউদ্দিন আইয়ূবীর নেতৃত্বে আজ দুপুরে মডেল থানার কলাতিয়া বাজারে এই ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় দোকানে দোকানে সরকার নির্ধারিত মূল্য তালিকা না থাকায় একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এসময় উপস্থিত ছিলেন ভ্রাম্যমান আদালতের বেঞ্চ সহকারি রাজীব দত্ত, কলাতিয়া ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা সম্পা বেগম ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার( ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সালাহউদ্দিন আইয়ুবী বলেন, একশ্রেণীর অসাধু ব্যবসায়ী যেন নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সাধারণ মানুষের কাছে বিক্রি করতে না পারে সেজন্য এই ভ্রাম্যমান আদালতের অভিযান।