
কেরানীগঞ্জ(ঢাকা)প্রতিনিধি: কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের কাওটাইল কান্দা পাড়া এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। ওই এলাকায় রেললাইনের জমিসহ আশেপাশের জমির মাটি অবৈধভাবে চুরিকরে কেটে নিয়ে যাওয়ার সময় তিনটি মাটির ট্রাকসহ একজনকে হাতেনাথে আটক করা হয়। এসময় ভ্রাম্যমান আদালত বসিয়ে মাটির ট্রাকের ড্রাইভার মোঃ ফরহাদকে ১৫দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত ফরহাদের বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায়। কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রিয়াদ ও কেরানীগঞ্জ সার্কেল দক্ষিন সহকারী কমিশনার ভূমি মনিজা খাতুনের নেতৃত্বে আজ দুপুর ২টায় এই ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। এর আগে কোন্ডা ইউনিয়নের বিভিন্ন বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রনে রাখার জন্য ভ্যাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা খাদ্য কর্মকর্তা রানাউল কবীর, আদালত বেঞ্চ সহকারি মোঃ শরীফ হোসেন ও মোঃ খোরশেদ প্রমুখ।