মানিকগঞ্জে জাহিদ মালেকের ঈদ উপহার বিতরণ

মানিকগঞ্জে জাহিদ মালেকের ঈদ উপহার বিতরণ

দেওয়ান আবুল বাশার, মানিকগঞ্জ: গরীব, অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার হিসেবে বস্ত্র বিতরণ করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, সাবেক স্বাস্থ্য মন্ত্রী, মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাহিদ মালেক।

মঙ্গলবার দুপুর ১২টায় মানিকগঞ্জ সদরের গড়পাড়া এলাকার শুভ্র সেন্টারে জাহিদ মালেকের পক্ষ থেকে এ উপহার বিতরণ করা হয়।

এ সময় সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, জাগির ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামীম মিয়া, জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও গড়পাড়া ইউনিয়ন আওয়ামীগের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাটুরিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি শামীম মিয়া, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম সজল, সাংগঠনিক সম্পাদক আহলান হোসাইন, সদর উপজেলা মহিলা লীগের সভাপতি সালমা আক্তার, সাধারণ সম্পাদক মরিয়ম সুলতানা, সদর উপজেলা যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক কৃষ্ণা সরকার, পৌর মহিলা লীগ কর্মী কলি মুক্তাসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *